প্রশাসনে চার কর্মকর্তা বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ জুন, ২০১৬ ১৮:২৩:১৫
ঢাকা: প্রশাসনে দুই অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও দুই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)কে বদলী করা হয়েছে।
আজ বুধবার জনপ্রশান মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) প্রকাশ কান্তি বিশ্বাসকে রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলী করা হয়।
রাঙ্গামাটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ তানবির আজম সিদ্দিকীকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরে দেয়া হয়।
নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক মো.তৌফিক আল মাহমুদকে পরবর্তীতে পদায়নের জন্য উনি-৩শাখায় ন্যস্ত করা হয়।
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ সালাউদ্দিনকে রাজশাহী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়।
কুমিল্লা সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আব্দুল আওয়ালকে কিশোরগঞ্জে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়।
(ঢাকাটাইমস/২৯জুন/এইচআর/এমএম)