logo ১৫ মে ২০২৫
মাধ্যমিকে ৩৪তম বিসিএসের নন ক্যাডার থেকে শিক্ষক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ জুন, ২০১৬ ২০:২৯:৪৬
image



ঢাকা: দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষক-সংকট দূর করতে ৩৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ কিন্তু ক্যাডার পদ পাননি (নন ক্যাডার) এমন প্রার্থীদের মধ্য থেকে সহকারী শিক্ষক নিয়োগ  দেয়ার সিদ্ধান্ত হয়েছে।






আজ  রবিবার সরকারি কর্ম-কমিশনে (পিএসসিতে) অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।






বর্তমানে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের যত শূন্য পদ আছে, এর ৫০ শতাংশ এই প্রক্রিয়ায় নিয়োগ দেয়া হবে। বর্তমানে এক হাজার ৭৪৪টি সহকারী শিক্ষকের পদ শূন্য আছে।






শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে দেশের ৩৩৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এক হাজার ৭৪৪টি সহকারী শিক্ষকের পদ ফাঁকা। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ আছে ১০ হাজার ছয়টি। সবচেয়ে বেশি সমস্যা ইংরেজি, গণিত ও বাংলা বিষয়ে। কিন্তু পদ উন্নীতকরণের জটিলতায় সহকারী শিক্ষক পদে ২০১২ সালের জানুয়ারির পর আর নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না। কারণ, ওই বছরের ১৫ মে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদ তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদায় উন্নীত করা হয়। এর ফলে নতুন করে শিক্ষক নিয়োগের জন্য নিয়োগবিধি সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই সমস্যা সমাধানে মাউশির সুপারিশের ভিত্তিতে মন্ত্রণালয় উদ্যোগ নিল।






(ঢাকাটাইমস/২৬জুন/জেবি)