নয় যুগ্মসচিবকে পদায়ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ জুন, ২০১৬ ২১:০০:৪৮

ঢাকা: প্রশাসনে নয় যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে পযায়ন করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এরা হলেন নৌ পরিহন মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব মো. হাসানুর রহমানকে পানি সম্পদ মন্ত্রণালয়ে,অর্থ বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মো. নুরুল ইসলামকে অর্থ বিভাগে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মো. আবু সাঈদ ফকিরকে আই.এম.ই.ডি,
আই.এম.ই.ডির পরিচালক বেগম শামীমা ইয়াছমিনকে বানিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মোস্তফাকে খাদ্য মন্ত্রণালয়ে,জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা)বেগম দিলরাজ বানুকে ধর্ম মন্ত্রণালয়ে,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত নুর মোহাম্মদ মজুমদারকে জনপ্রশান মন্ত্রণালয়ে,
প্রাইভেটাইজেশন কমিশনের পরিচালক মুন্সি আলাউদ্দিন আল আজাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে,Aif-co-ordinator, Heqep UGC’র মো.কোরবান আলীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেয়া হয়।
এছাড়া শরীয়তপুরের নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামছুল হককে নরসিংদী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক,জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. গিয়াস উদ্দিনকে খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর বিশ্বাসকে পরবর্তীতে পদায়নের জন্য জনপ্রশাসনের উনি-৩ অধিশাখায় ন্যস্ত করা হয়।রাঙ্গামাটি সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো. সোহেল পারভেজকে গোপালগঞ্জ জেলা ভুমি অধিগ্রহণ কর্মকর্তা হিসেবে পদায়নের লক্ষ্যে ভুমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
(ঢাকাটাইমস/২৩জুন/এইচআর/এআর/ ঘ.)