একটি বাড়ি একটি খামার প্রকল্পের ১৭ কর্মকর্তার পদায়ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জুন, ২০১৬ ১৮:৩৮:৫৯

ঢাকা: একটি বাড়ী একটি খামার প্রকল্পের উপপরিচালক আকবর হোসেনকে (যুগ্মসচিব) একই প্রকল্পের পরিচালক করাসহ ১৭ জনকে যুগ্মসচিব পদে পদায়ন করা হয়েছে।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
পদায়নকৃতরা হলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা নিতাই পদ দাসকে বিনিয়োগ বোর্ডের পরিচালক করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো, শাহ আলম মৃধাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো, মহিবুর রহমানকে রেজিস্ট্রার অব কপিরাইট অফিসে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা ড. নুরুল আলম খানকে ভোলা টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা সোহরাব হোসেনকে জামালপুর টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন শীর্ষক প্রকল্পের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. মোশারফ হোসেনকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা(যুগ্মসচিব) মো. বদরুল আনাম ভুইয়াকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরিচালক, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক মো. জারিক হোসেন মজুমদারকে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) অতিরিক্ত নির্বাহী পরিচালক, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ হিসেবে বদলির আদেশাধীন যুগ্মসচিব মো. মনোয়ারুল ইসলামকে বিএডিসির সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা ডা. মোহাম্মদ ফজলুল হককে বাংলাদেশ জলবায়ু পরির্বতন ট্রাস্টের পরিচালক, যৌথমূলধন কোম্পানি ও ফার্মসগুলোর পরিদপ্তরের উপনিবন্ধক মনিরুল আলমকে অতিরিক্ত নিবন্ধক যৌথমূলধন কোম্পানি ও ফার্মসগুলোর পরিদপ্তরে, জনপ্রশাসন মন্ত্রণালয় বিয়ামে সংযুক্ত কর্মকর্তা মো. সেলিম রেজাকে বিয়ামের পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক শহিদুল ইসলামকে বি.আই.ডব্লিউ.টি.সির পরিচালক, জনপ্রশাসনে ওএসডি কর্মকর্তা আবু সাঈদ চৌধুরীকে ইস্টাবিলিসমেন্ট অব টিরার ন্যাশনাল ডেডা সেন্টার শীর্ষক প্রকল্পের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. হাফিজ উদ্দিনকে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. মাহবুবুল ইসলামকে কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব, বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য বেগম সালমা নাসরীন এনডিসিকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব পদে পদায়ন করা হয়েছে। উল্লেখ, এসব কর্মকর্তা সম্প্রতি পদোন্নতি পেয়েছেন।
(ঢাকাটাইমস/২১জুন/এইচআর/এমএম)