প্রশাসনে পাঁচ উপসচিব পদে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ জুন, ২০১৬ ১৬:১৫:৩৮
ঢাকা: প্রশাসনে পাঁচ উপসচিবকে বদলি করা হয়েছে। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রপ্তানি উন্নয়ন ব্যুরোর উপপরিচালক মো. আবদুর রকিবকে স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প শীর্ষক প্রকল্পের উপপরিচালক করা হয়।
একই প্রকল্পে উপপরিচালক করা হয়েছে নরসিংদীর জেলা প্রশাসকের কার্যালয়ের উপরিচালক মো. কামাল হোসেনকে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. মাসুদুল হককে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জেনারেল ম্যানেজার করে তথ্য মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব হিসেবে সংযুক্ত কর্মকর্তা নিয়াজ রহমানকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রধান কর্মকর্তা করে বাণিজ্য মন্ত্রণালয়ে দেয়া হয়।
আর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে বদলি করা হয়েছে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের বদলির আদেশাধীন উপসচিব বেগম সালমা সিদ্দিকা মাহতাবকে।
(ঢাকাটাইমস/১৯জুন/এইচআর/মোআ)