শিক্ষা অধিদপ্তরের প্রধান প্রকৌশলী হানজালার মেয়াদ বাড়ল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ জুন, ২০১৬ ১৮:২০:১৭
ঢাকা: শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালার অবসর উত্তর ছুটি বাতিল করে তাকে একই পদে দুই বছর চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এ ছাড়া সাভারের শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সহকারী অধ্যাপক ড. একা সাহলাকে দুই বছরের জন্য ঢাকার সরকারি সংগীত কলেজের সহকারী অধ্যাপক (তত্ত্বীয় সংগীত) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২১জুন/এইচআর/এমএম)