logo ২০ এপ্রিল ২০২৫
‘দেশসেবাই ৩০তম বিসিএস ফোরামের লক্ষ্য’
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জুন, ২০১৬ ২০:১৭:১২
image



ঢাকা:  ৩০তম বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের ৯ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গত শুক্রবার গঠন করা হয়েছে। ওইদিন ৯৬ জন কর্মকর্তা তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। ভবিষ্যতে একসঙ্গে দেশসেবা এবং পারস্পরিক সহযোগিতা ও ভাবনা বিনিময় এই কমিটির মূল লক্ষ্য।






গত বৃহস্পতিবার ঢাকা অফিসার্স ক্লাবে ৩০তম বিসিএস ফোরামের কেন্দ্রীয় কমিটি গঠনের উদ্দেশ্যে স্ব-উদ্যোগে ১৫টি ক্যাডার প্রতিনিধিদের ২২ জনের একটি কমিটি আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। এতে ৩০তম বিসিএসের সব ক্যাডারের মোট ৯৬ জন কর্মকর্তা রেজিস্ট্রেশন করেন।






অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্ব পালন করেন কর ক্যাডার কর্মকর্তা গোলাম কিবরিয়া। সবার সিদ্ধান্ত অনুযায়ী পুলিশ ক্যাডারের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নাজমুস সাকিব খানকে আহ্বায়ক করে নয় সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।






কমিটির অন্যান্য সদস্যরা হলেন শিক্ষা ক্যাডারের তারিকুল ইসলাম, শুল্ক ক্যাডারের সাইদুল ইসলাম, মৎস্য ক্যাডারের জুয়েল শেখ, প্রশাসন ক্যাডারের আশরাফুল আলম ইকবাল, অডিট ক্যাডারের পলাশ বাগচি, স ও জ ক্যাডারের মো. আলী, ট্রাক্স ক্যাডারের মোহিদুল ইসলাম ও স্বাস্থ্য ক্যাডারের ডা. সোহাগ। আগামী তিন মাসের মধ্যে একটি পূর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন, ৩০তম বিসিএস ফোরাম গঠনের জন্য সব ক্যাডারের সদস্যদের রেজিস্ট্রেশন সম্পন্নকরণ ও  গঠনতন্ত্র প্রণয়নই হবে এই আহ্বায়ক কমিটির মূল কাজ।






৩০তম বিসিএস ফোরামের সদস্য সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. জাহাঙ্গীর আলম ঢাকাটাইমসকে বলেন, আমাদের আলোচনা সভার উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে আমরা ৩০তম বিসিএসের সব সদস্য একই কাতারে থেকে দেশ ও জাতির সেবা এবং প্রতি বছর আমাদের মধ্যে সর্বদা কুশলাদি বিনিময় করা। ৩০তম বিসিএসের সব সদস্যকে দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ জানান তিনি।






(ঢাকাটাইমস/২০জুন/এএ/জেবি)