প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ জুন, ২০১৬ ২২:০২:০৭

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু সেলিম মাহমুদ উল হাসানকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব প্রশান্ত কুমার রায়ের একান্ত সচিব করাসহ দুই অতিরিক্ত জেলা প্রশাসক ও দুই উপজেলা নির্বাহী অফিসার পদে বদলি করা হয়েছে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব (সিনিয়র সহকারী সচিব) বেগম নাসরিন সুলতানাকে পরিকল্পনা বিভাগের সচিবের একান্ত সচিব এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিযর সহকারী সচিব বেগম সুলতানা রাজিয়াকে ভুমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এরা হলেন পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক মুন্সি মো, মনিরুজ্জামানকে পরবর্তীতে পদায়নের জন্য জনপ্রশাসনের উনি-৩ শাখায় ন্যস্ত করা হয়েছে। বাগেরহাট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মো, আজমুল হককে মাগুরা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমানকে পিরোজপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।
বান্দরবান জেলার থানচি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইনকে পরিসংখ্যান ও তথ্য বাস্তবায়ন বিভাগের সচিবের একান্ত সচিব হিসেবে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়েকে ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/২২জুন/এইচআর/এআর/ ঘ.)