ঢাকা: ‘টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে জনমুখী সেবা ও উদ্ভাবনী প্রয়াস’ প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক সিভিল সার্ভিস দিবস-২০১৬ উদযাপন করেছে ঢাকার জেলা প্রশাসন। এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভাটি।
ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মজিবর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মো. সারোয়ার বারী।
এর আগে অনুষ্ঠিত শোভাযাত্রার প্রধান অতিথি ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, জেলা প্রশাসন ‘নাগরিক সেবায় উদ্ভাবন’ বিষয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের ইতোমধ্যে দুই দিনের প্রশিক্ষণ দিয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালা থেকে প্রাপ্ত ১২টি উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এ ধরনের আরো উদ্যোগ গ্রহণের জন্য কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানে কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ‘পেপারলেস ইউএনও অফিস কেরানীগঞ্জ’, সাভারের প্রাক্তন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ যুবায়ের ‘অটোমেশন পদ্ধতিতে ভূমি ব্যবস্থাপনার আধুনিকায়ন’ এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক ‘দ্রুত ও নিরাপদ অভিবাসন এবং জনশক্তি প্রেরণ’ শীর্ষক উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলার উপপরিচালক (তথ্য), উপপরিচালক (পরিবার-পরিকল্পনা), জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা।
(ঢাকাটাইমস/২৩জুন/এএ/মোআ)