আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মহাপরিচালকের মেয়াদ বাড়লো
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ জুন, ২০১৬ ২০:১৬:৪৮
ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জীনাত আলীর (জীনাত ইমতিয়াজ আলী) চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের এই অধ্যাপককে আগের চুক্তির ধারাবাহিকতায় বা ৩১ মে ২০১৫ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মহাপরিচালক হিসেবে পরবর্তী এক বছরের জন্য দায়িত্ব দেয়া হলো।
(ঢাকাটাইমস/২৩জুন/এইচআর/এমআর)