আইসিবির এমডি পদে ইফতিখারের চুক্তির মেয়াদ বাড়ল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৬ জুন, ২০১৬ ১৫:৪৭:০৯
ঢাকা: ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর ব্যবস্থাপনা পরিচালক পদে মো. ইফতিখার-উজ-জামানের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়োনো হয়েছে। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আদেশ বলা হয়, অবসর উত্তর ছুটিভোগরত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. ইফতিখার-উজ-জামানকে তার অভোগকৃত অবসর উত্তর ছুটি বাতিলের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেযাদে ব্যবস্থাপনা পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।
পৃথক প্রজ্ঞাপনে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলামকে বাহরাইনের বাংলাদেশ দূতাবাসের শ্রম উইংয়ের প্রথম সচিব করা হয়েছে।
অর্থবিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডলকে মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরের শ্রম উইংয়ের প্রথম সচিব করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৬জুন/এইচআর/জেবি)