ভারপ্রাপ্ত সচিব হলেন মমতাজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৮ জুন, ২০১৬ ১৭:০৯:৩৮
ঢাকা: অর্থ বিভাগে সংযুক্ত থাকা অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি পেয়ে ভারপ্রাপ্ত সচিব হলেন মমতাজ-আলা শাকুর আহমেদ।
আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এছাড়া ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক পদে অতিরিক্ত সচিব ফায়েকুজ্জামান চৌধুরীর চুক্তির মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের উপপরিচালক (ড্রিলিং প্রকৌশল) মো. মামুনুর রশীদকে খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর উপপরিচালক পদে বদলি করা হয়।
বিসিএস (ইকোনমিক) ক্যাডারের কর্মকতা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত থাকা সহকারী প্রধান মো. খালিদ হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব পদে দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/২৮জুন/এইচআর/জেবি)