রাজউকের নতুন চেয়ারম্যান বজলুল করিম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জুলাই, ২০১৬ ২০:৩১:৫৯
ঢাকা: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেলেন এম বজলুল করিম চৌধুরী। তিনি জি এম জয়নাল আবেদীন ভূইয়ার স্থলাভিষিক্ত হবেন। গত তিন বছর এই পদের দায়িত্ব পালন করে আসছিলেন জয়নাল আবেদীন।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি আদেশে জারি করা হয়।এতে রাজউকের নতুন চেয়ারম্যানসহ ১৫ জন অতিরিক্ত সচিব পদে রদবদল আনা হয়েছে।
এর আগে বজলুল করিম গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেন।২০১৪ সালের ৮ এপ্রিল এক বছরের চুক্তিতে রাজউক চেয়ারম্যান পদে নিয়োগ পান জয়নাল আবেদীন।দুই দফায় তার চুক্তির মেয়াদ বাড়ানোর পর গত ২০ এপ্রিল মেয়াদ শেষ হয়। এই প্রেক্ষিতেই নিয়োগ পেলেন বজলুল।
(ঢাকাটাইমস/ ১০ জুলাই/ এআর /ঘ.)