logo ২০ এপ্রিল ২০২৫
১৪ অতিরিক্ত সচিবের দপ্তর বদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ জুলাই, ২০১৬ ২০:৫০:৫৫
image



ঢাকা: প্রশাসনে অতিরিক্ত সচিব পর্যায়ে বেশ কয়েকটি পদে রদবদল করা হয়েছে। আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় দুটি প্রজ্ঞাপনে এই রদবদলের নির্দেশ দেয়া হয়। প্রেষণে নিয়োগ পাওয়া এই কর্মকর্তাদের বদলি আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।  






তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস এম মাহবুবুল আলমকে স্থানীয় সরকার বিভাগের পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন ইউনিটের মহাপরিচালক করা হয়েছে।






জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) পরিমল কুমার দেবকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. খলিলুর রহমানকে স্পারসোর সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) শহীদ হাসানকে ন্যাশনাল ডিফেন্স কলেজের এস ডি এস (সিভিল) করা হয়েছে।






তথ্য কমিশনের সচিব (অতিরিক্ত সচিব) সদরউদ্দিন আহমেদকে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব,বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম মাহমুদা মিন আরাকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব,






শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ জিয়াউর রহমানকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।






এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বেগম গোপা চৌধুরীকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. মোশাররফ হোসেনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্তি করা হয়েছে।






জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. সিরাজুল হায়দারকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আব্দুল মান্নানকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্পারসোর সদস্য (অতিরিক্ত সচিব) বেগম জেসমিন আক্তারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব), ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের অতিরিক্ত নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. সিরাজুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের এস ডি এস (সিভিল) নুরজাহান বেগমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) করা হয়েছে।






(ঢাকাটাইমস/১০জুলাই/জেবি/এআর/ঘ.)