সরকারি অফিস খোলা, তবে ভিড় কম
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ জুলাই, ২০১৬ ০৯:৩৩:৪৫

ঢাকা: রাজধানীর গুলশানে জঙ্গী হামলার ঘটনার পর থেকে সারাদেশে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে সাপ্তাহিক ছুটির দিন অফিস করার শর্তে ঈদের আগে ৪ জুলাই ছুটি ঘোষণা করেছিল সরকার। আজ ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে সরকারি অফিস খোলা হয়েছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের কর্মকাণ্ড স্বাভাবিক গতিতে চলছে। সহিংসতা এড়াতে সচিবালয়ের ভেতরে ও বাইরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
সচিবালয়ের ভেতরে ও বাইরে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। দর্শনার্থীদের আনাগোনা কম থাকায় এদিন প্রশাসনের প্রাণকেন্দ্র অনেকটাই ফাঁকা দেখা যায়।
অন্যদিনের মতো শনিবার সচিবালয়ের লিফটগুলোর সামনে মানুষের জটলা নেই। কর্মকর্তাদের অনেকেই গাড়ি আনেননি। ফলে বেশিরভাগ পার্কিংয়ের স্থান ফাঁকা দেখা গেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে সাপ্তাহিক ছুটির দিন অফিস করার শর্তে ঈদের আগে ৪ জুলাই ছুটি ঘোষণা করেছিল সরকার। আজ ১৬ জুলাই শনিবার কর্মদিবস হিসেবে সরকারি অফিস খোলা হয়েছে।
প্রাণকেন্দ্র সচিবালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির স্বাভাকি। গত ১০ জুলাইয়ে সরকারি অফিস আদালত খোলা হয়। ওইদিন সরকারি কর্মকর্তারা দলবেঁধে স্যারদের রুমে গিয়ে ঈদের কোলাকুলি করেন। দীর্ঘ দিন পর শনিবার অফিস খোরায় কর্মচাঞ্চল্যহীন সচিবালয়ে প্রথম কর্মদিবসে ঈদের আমেজ বিরাজ করছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, সরকারি অফিসগুলোতে উপস্থিতির হার ৮০ থেকে ৯০ শতাংশের বেশি হবে না। মন্ত্রী- প্রতিমন্ত্রী ও সচিবরা সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী অফিসের কাজ শুরু করেছেন।
সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সদ্য নিয়োগ পাওয়া শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকসহ অনেক মন্ত্রী- প্রতিমন্ত্রী ও সচিবরা অফিস করছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খানসহ প্রায় সকল সচিব অফিস করছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তা শাহ আলম বলেন, শনিবার অফিস আগেও ছিল। অফিস করতে আমাদের সমস্যা হচ্ছে না। ঈদের সময় ছুটি একদিন বেশি নেয়া হয়েছে। তার জন্য আজ এ অফিস করা হচ্ছে।
(ঢাকাটাইমস/১৬জুলাই/এইচআর/জেডএ)