১৬ যুগ্মসচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ জুলাই, ২০১৬ ১৯:১০:৫৮

ঢাকা: প্রশাসনে ১৬ যুগ্মসচিবের দপ্তর বদল করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হযেছে।
এদের মধ্যে ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজার রহমানকে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব, ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ নির্মাণ(২য় সংশোধনীত) শীর্ষক প্রকল্পের পরিচালক মো, আব্দুল হককে অর্থবিভাগের যুগ্মসচিব, পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত থাকা যুগ্মসচিব মোহাম্মদ আবু ফারুককে অর্থবিভাগের যুগ্মসচিব পদে বদলি করা হয়েছে।
বদলিপূর্বক প্রেষণে নিয়োগকৃত কর্মকর্তারা হলেন, পাবলিক- প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের ম্যানেজার মওদুদ এ কে কাইয়ুম চৌধুরীকে জীবন বীমা কর্পোরেশনের জিএম পদে বদলি করা হয়েছে।
এছাড়া ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শওকত আকবরকে ন্যাশনাল ল্যান্ড জোনিং প্রকল্পের প্রকল্প পরিচালক, বাংলাদেশ পাট কর্পোরেশনের সচিব(যুগ্মসচিব) মো. আব্দুল মাবুদকে স্পারসোর সদস্য, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সচিব (যুগ্মসচিব) মো. অহিদুল ইসলামকে কারিগরী শিক্ষা অধিদপ্তরের পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা (যুগ্মসচিব) ড. মো. আলফাজ হোসেনকে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সচিব, ন্যাশনাল আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেস-২ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সাইফুল ইসলামকে বিনিয়োগ বোর্ডের নির্বাহী সদস্য, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. গোলাম মোস্তফাকে স্টাব্লিসমেন্ট অব দ্য ই-গভর্নমেন্ট মাস্টার প্লান ফর ডিজিটাল বাংলাদেশ শীর্ষক প্রকল্পের পরিচালক, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সদস্য পরিচালক মো. মোফাজ্জেল হোসেনকে জীবন বীমা কর্পোরেশনের জিএম পদে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা এস এম নুরুল আলমকে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের(বেজা) মহাব্যবস্থাপক পদে দেয়া হয়।
সেতু বিভাগে সংযুক্ত থাকা যুগ্মসচিব মো. সামসুজ্জামানকে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মো. ফারুক আহমেদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ নির্মাণ (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প হিসেবে বদলির আদেশাধীন উপ-প্রকল্প পরিচালক ড. মো. সাইদুর রহমান সেলিমকে কারা প্রশিক্ষণ একাডেমি রাজশাহী নির্মাণ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্প অতিরিক্ত পরিচালক দেওয়ান সাইদুল হাসানকে পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৪জুলাই/এইচআর/এআর/ ঘ,)