প্রথম শ্রেণিতে গোয়ালন্দ পৌরসভা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ জুলাই, ২০১৬ ১২:৫৬:৩৭
ঢাকা: রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভাকে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ করা হয়েছে। সোমবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এ সংক্রান্ত ফাইলে সই করেছেন। স্থানীয় সরকার বিভাগের নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে।
স্থানীয় সরকার (পৌরসভা)আইন-২০০৯ এর ১০ নম্বর ধারায় বলা আছে, সরকার সুনির্দিষ্ট পদ্ধতি ও মানদণ্ডের ভিত্তিতে পৌরসভার শ্রেণিবিন্যাস করতে পারবে। এ অনুযায়ী গোয়ালন্দ পৌরসভাকে প্রথম শ্রেণির তালিকায় আনা হয়েছে।
(ঢাকাটাইমস/ ১১ জুলাই/ এইচএফ)