না.গঞ্জ সিটি করপোরেশনে প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ জুলাই, ২০১৬ ১৮:০৫:২৭
ঢাকা: নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মো. ইসরাত হোসেন খানকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. আলী আকবরকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক পদে বদলি করা হয়।
চাঁপাইনবাববগঞ্জের শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইরতিজা আহসানকে মাঠ প্রশাসন থেকে তুলে নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।
এছাড়া অর্থ বিভাগের উপসচিব হুমায়রা বেগমকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হলেও এই কর্মকর্তা এখনো বদলিকৃত কর্মস্থলে যোগদান করেননি। তাই আগামীকাল মঙ্গলবার যোগদান করতে নির্দেশ দেয়া হয়েছে।
(ঢাকাটাইমস/১৮জুলাই/এইচআর/জেবি)