logo ২০ এপ্রিল ২০২৫
বঙ্গবন্ধু মেডিকেলের পরিচালক পদে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ জুলাই, ২০১৬ ১৭:৫৪:৩৫
image



ঢাকা: বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুনকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।






আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।






বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকরর্তা লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) অধ্যক্ষ পদে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।






বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপ) এর ডেপুটি রেজিস্ট্রার (প্রকিউরমেন্ট সেল) পদে প্রেষণে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা লে. কর্নেল সিরাজ উদ্দীন আহমেদের চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে প্রত্যার্পণ করা হয়েছে।






তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার) প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক পদে প্রেষণে কর্মরত বিসিএস (টেলিযোগাযোগ) ক্যাডারের কর্মকর্তা মো. আশরাফ হোসেনকে তার বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে নিজ কর্মক্ষেত্রে প্রত্যাবর্তনের জন্য তার চাকরি ডাক ও টেলিযোগাযোগ বিভাগে প্রত্যর্পণ করা হযেছে।






(ঢাকাটাইমস/১৯জুলাই/এইচআর/জেবি)