logo ২০ এপ্রিল ২০২৫
প্রশাসনে চার অতিরিক্ত সচিব পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ জুলাই, ২০১৬ ১৯:৫৩:৩৩
image



ঢাকা: প্রশাসনে চার অতিরিক্ত সচিব পদে রদবদল আনা হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করেছে।এদের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জাতীয় সমুদ্র গবেষণা ইনস্টিটিউট প্রকল্পের পরিচালক এটিএম মোস্তাফিজুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) এবং পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত অতিরিক্ত সচিব সুশান্ত কুমার প্রামাণিককে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।






এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. আবু সাঈদ শেখকে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইমপ্রুভমেন্ট প্রোগ্রামের (সেসিপ) জয়েন্ট প্রোগ্রাম ডিরেক্টর এবং






জন্ম ও মৃত্যু নিবন্ধন (ফেইজ-৩) এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) শেখ মুজিবুর রহমানকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের রেজিস্ট্রার জেনারেল করা হয়েছে।






(ঢাকাটাইমস/১৯জুলাই/জেবি/এআর/ঘ.)