ঢাকা: জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের ‘হলফনামা’ সম্পাদনের ক্ষমতা দেয়া এবং জেলা প্রশাসকদের গাড়ি মেরামত ও সংস্কারসহ বেশ কিছু বিষয়ে ক্ষমতা বাড়ানোর প্রস্তাব করেছেন জেলা প্রশাসকরা (ডিসি)। দেশের প্রতিটি মসজিদের ঈমামদের নিবন্ধনের আওতায় আনার প্রস্তাবও এসেছে তাদের কাছ থেকে।
২৬ জুলাই মঙ্গলবার শুরু হতে যাওয়া ডিসি সম্মেলনের জন্য বিভিন্ন জেলা থেকে সমস্যা ও সম্ভাবনা নিয়ে ৩৩৬টি প্রস্তাব পাঠিয়েছেন জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনাররা। ২২টি অধিবেশনে সাজানো চার দিনের এই সম্মেলনের ১৮টি কার্য-অধিবেশনে অংশ নেবে মোট ৩৯টি মন্ত্রণালয়।
ডিসি সম্মেলন সামনে রেখে জেলা প্রশাসকদের পাঠানো বিভিন্ন প্রস্তাবের আলোকে প্রয়োজনীয় সুপারিশও করা হয়েছে ডিসি সম্মেলনের কার্যপত্রে। এবার সর্বোচ্চ প্রস্তাব ভূমি (২৭টি) ও জনপ্রশাসন (২৫টি) মন্ত্রণালয়ের। রীতি অনুযায়ী এসব সুপারিশ মন্ত্রিপরিষদ বিভাগ জেলা প্রশাসক সম্মেলনের কার্যপত্রে প্রকাশ করেছে।
গাইবান্ধা ও চট্টগ্রামের জেলা প্রশাসকরা তাদের প্রস্তাবে বলেন, জুটিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাশাপাশি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের হলফনামা সম্পাদনের ক্ষমতা দেয়া হলে সেবাপ্রত্যাশী জনগণ আরো দ্রুত ও সহজে সেবা পেতে পারবে।
ফৌজদারি ও দেওয়ানি মামলায় সরকারি স্বার্থ রক্ষার জন্য নিয়োজিত কোনো সরকারি কৌঁসুলি সরকারের স্বার্থ রক্ষায় পেশাদার মনোভাব নিয়ে কাজ করেন না। ফলে সরকারের স্বার্থ ক্ষুদ্র হওযার আশঙ্কা হচ্ছে বলে জানিয়েছে ঢাকা, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, দিনাজপুর ও জামালপুরের ডিসিরা। এ জন্য তারা সরকারি সম্পত্তি রক্ষার্থে অ্যাটর্নি সার্ভিস চালু প্রস্তাব দিয়েছেন।
জেলা পুলের গাড়ির রক্ষণাবেক্ষণ খরচ বছরে ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা এবং বিভাগীয় কমিশনারদের ১ লাখ ৫০ হাজার টাকা সুপারিশ করা হয়েছে ।
দেশের সব মসজিদে খুতবার সঙ্গে ধর্মীয় আলোচনায় সামাজিক অপরাধ ও জঙ্গিবাদ, দুর্নীতি, মাদক সেবন, ইভটিজিং, বাল্যবিবাহসহ বিভিন্ন বিষয়ে বয়ান করার জন্য একটি রূপরেখা প্রণয়নের প্রস্তাব দিয়েছেন ময়মনসিংহের ডিসি।
উপজেলা ভূমি অফিসসহ সরকারি গুরুত্বপূণ ভবনগুলোতে নিরাপত্তা নিশ্চিতকরণ, জনহয়রানি ও দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সিসি ক্যামেরা স্থাপন করার প্রস্তাব দিয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার।
এ ছাড়া জেলা প্রশাসকদের অনুকূলে প্রদত্ত স্বেচ্ছাধীন তহবিল এক লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ করার প্রস্তার করা হযেছে। প্রস্তাবটি এসেছে শরীয়তপুর জেলা প্রশাসকের কাছ থেকে।
সরকারি কর্মকর্তাদের আবাসন সমস্যার সমাধনকল্পে স্বল্প সুদে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ৫০ লাখ টাকা ঋণ প্রদানের ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে বরিশালের জেলা প্রশাসকের পাঠানো প্রস্তাবের আরেঅকে।
অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়নের সময় পদায়নকৃত কর্মকর্তাকে ফৌজদারি কার্যবিধির-১৮৯৮ এর ১০(২) ধারা অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবটি দিয়েছেন চট্টগ্রামের জেলার ডিসি। একই সঙ্গে এডিসিদের মোবাইল ভাতা চালু করার প্রস্তাব দিয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক।
বিসিএস প্রশাসন ক্যাডারে কর্মরত কর্মকর্তাদের জন্য যেসব প্রশিক্ষণ দেয়া হয়, সেগুলোতে মহিলা কর্মকর্তারা অংশ নিলেও বিএমএ প্রশিক্ষণে তাদের সুযোগ দেয়া হয় না। তাদের জন্য আলাদা বিএমএ প্রশিক্ষণের প্রস্তাব করেছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার।
(ঢাকাটাইমস/২৪জুলাই/মোআ)