logo ২০ এপ্রিল ২০২৫
জনপ্রশাসন পদক পাচ্ছেন ১৩ কর্মকর্তা ও প্রতিষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ জুলাই, ২০১৬ ১২:৩৩:০৫
image



ঢাকা: দেশে প্রথমবারের মতো জনপ্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছে সরকার। এবার জনপ্রশাসন পদক পাচ্ছেন ১৩ সরকারি কর্মকর্তা ও প্রতিষ্ঠান। আগামী ২৩ জুলাই শনিবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘জনপ্রশাসন পদক- ২০১৬’ প্রদান করবেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।






এ ব্যাপারে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ঢাকাটামসকে বলেন, এই পদক ২৩ জনু দেয়ার কথা থাকলেও নানা সমস্যার কারণে দেয়া হয়নি। তা আগামী ২৩ জুলাই দেয়া হবে।






তিনি বলেন, দক্ষ, যোগ্য ও উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন কর্মকর্তাদের প্রণোদনা, উৎসাহ বা পুরস্কার প্রদানের কোনো ব্যবস্থা আগে ছিল না। বর্তমান সরকার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কর্মপরিবেশ উন্নয়নে এ পদক দেয়ার সংস্কৃতি চালু করতে যাচ্ছে- যা একটি যুগান্তকারী উদ্যোগ। এ পদক কর্মকর্তাদের মাঝে মেধা ও যোগ্যতায় নতুনমাত্রা যোগ করবে বলেও মনে করেন সচিব।






(ঢাকাটাইমস/২০জুলাই/এইচআর/জেবি)