ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ জুলাই, ২০১৬ ১৭:২৬:৪৯

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। পুলিশ পরিদর্শক পদে এই রদবদলের তথ্য বুধবার নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) হাফিজুর রহমান।
গতকাল মঙ্গলবার ডিএমপি সদর দপ্তর থেকে পাঠানো এক আদেশে এই নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান তিনি।
রদবদল করা কর্মকর্তাদের মধ্যে পল্টন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদকে একই পদে যাত্রাবাড়ী থানায়, যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী শাহীদুজ্জামানকে পল্টন থানা, রামপুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল গনি সাবুকে উত্তরা পূর্ব থানা, উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী সাহান হককে রামপুরা থানায় বদলি করা হয়েছে।
অর্গানাইজড ক্রাইম, ট্রান্সন্যাশনাল ক্রাইমের পুলিশ পরিদর্শক মো. মফিজুল আলমকে পুলিশ পরিদর্শক (অপারেশন) সবুজবাগ থানায়, উত্তরখান থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আলমগীর হোসেনকে পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তরখান থানা, পুলিশ পরিদর্শক (লাইন ওআর) মুহাম্মদ মামুনুর রহমানকে পুলিশ পরিদর্শক (অপারেশন) উত্তরখান থানা, পুলিশ পরিদর্শক (লাইন ওআর) শেখ মো. আমিরুল ইসলামকে সিরিয়াস ক্রাইম বিভাগে বদলি করা হয়েছে।
এ ছাড়া পুলিশ পরিদর্শক (লাইন ওআর) মুহাম্মদ জাহেদুর রহমানকে অর্গানাইজড ক্রাইম বিভাগ, পুলিশ পরিদর্শক (লাইন ওআর) মোহাম্মদ শরিফুল ইসলামকে গোয়েন্দা-দক্ষিণ বিভাগ, পুলিশ পরিদর্শক (লাইন ওআর) মো. মতিউর রহমানকে প্রসিকিউশন বিভাগ ও পুলিশ পরিদর্শক (লাইন ওআর) মো. আব্দুল হালিম খানকে প্রসিকিউশন বিভাগে বদলি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৭জুলাই/মোআ)