logo ২০ এপ্রিল ২০২৫
তিন সহকারী কমিশনারকে ইউএনও পদে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ আগস্ট, ২০১৬ ১৭:৩১:৪১
image



ঢাকা: প্রশাসনে তিন সহকারী কমিশনারকে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) পদে বদলি করা হয়েছে।আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।এরা হচ্ছেন-ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ রাসেলুল কাদেরকে উপজেলা নির্বাহী অফিসার পদে পদায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।






রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমানকে উপজেলা নির্বাহী অফিসার পদে পদায়নের লক্ষ্যে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহীন ইমরানকে উপজেলা নির্বাহী অফিসার পদে পদায়নের লক্ষ্যে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।একই সাথে এসব উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ফৌজদারী কাযবিধির ১৪৪ ধারা ক্ষমতা অর্পণ করা হয়েছে। 






(ঢাকাটাইমস/৪ আগস্ট/এইচআর/এআর/ ঘ.)