সরকারি অবকাঠামো নির্মাণকাজের অগ্রগতি দেখতে তিন কমিটি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৪ আগস্ট, ২০১৬ ০৮:০৬:৩১

ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয় ও ভবনের অবকাঠামো মেরামত এবং সংস্কারকাজের অগ্রগতি দেখতে তিনটি কমিটি গঠন করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত পরিদর্শন কমিটিগুলো রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় সরকারি ভবন ও অবকাঠামো মেরামত, সংস্কার, সম্প্রসারণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের অগ্রগতি খতিয়ে দেখবে।
পরিদর্শন দলের কাজের ধরন ও পরিধি সম্পর্কে ইতিমধ্যে অফিস আদেশও জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, কমিটিগুলো সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার ও জেলাপ্রশাসকের সঙ্গে কথা বলে পরিদর্শনের দিনক্ষণ নির্ধারণ করবে এবং সেপ্টেম্বরের মধ্যে তাদের পরিদর্শন শেষ করবে।
তিন কমিটির মধ্যে একটি কমিটি দেখবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজের অগ্রগতি। অন্য দুটি দেখবে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের কাজ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা-৪ শাখার সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হক ও শৃঙ্খলা-৫ শাখার সিনিয়র সহকারী সচিব মো. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে নিয়ে গঠিত কমিটিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিভিল ২৬টি প্রকল্প এবং বৈদ্যুতিক-১৪টি প্রকল্প পরিদর্শনের দায়িত্ব দেয়া হয়েছে।
চট্টগ্রাম বিভাগের জন্য গঠিত পরিদর্শন দলে রয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুই সিনিয়র সহকারী সচিব (মুদ্রণ শাখা) বেগম ফরিদা ইয়াসমিন ও সিনিয়র সহকারী সচিব (পরিকল্পনা কোষ-১) বেগম নাদিরা হায়দার। তারা চট্টগ্রাম-৩, ফেনী-১, কুমিল্লা-২, নোয়াখালী-১, ব্রাক্ষণবাড়িয়া-১, খাগড়াছড়ি-১ ও বান্দরবান-২ সংসদীয় এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি দেখবেন।
রাজশাহী বিভাগে পরিদর্শনে যাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিধি-৫) শাখার মো. ওলিউর রহমান ও সিনিয়র সহকারী সচিব (পরিকল্পনা কোষ-২) শাহ মুজাহিদ উদ্দিন। রাজশাহী-১, নাটোর-১, চাঁপাইনবাবগঞ্জ-২ এবং জয়পুরহাট-১ সংসদীয় আসনের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ঘুরে দেখবেন এ দুই কর্মকর্তা।
অফিস আদেশে বলা হয়েছে, ২০১৫-২০১৬ অর্থবছরে রাজস্ব বাজেট থেকে সরকারি ভবন ও অবকাঠামো কোডের বরাদ্দকৃত অর্থে সার্কিট হাউজ, বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, সংশ্লিষ্ট বাসভবন প্রকল্প বাস্তবায়ন হয়ে আসছে। গঠিত পরিদর্শন কমিটি তালিকা অনুযায়ী বাস্তবায়িত প্রকল্প পরিদর্শন করবে এবং তার প্রতিবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেবে।
কাজসংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য ও এর বাস্তবায়ন অগ্রগতির বিশদ ব্যাখ্যা (কার্যাদেশ থেকে কার্য সম্পাদন পর্যন্ত), সম্পূরক কাগজপত্র এবং মেরামত/সংস্কারকাজের সচিত্র বিবরণী উল্লেখ করতে বলা হয়েছে চিঠিতে।
(ঢাকাটাইমস/৩আগস্ট/এইচআর/মোআ)