ব্রুনাইতে বাংলাদেশের নতুন হাইকমিশনার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ আগস্ট, ২০১৬ ১৯:৩৩:২২
এয়ার ভাইস মার্শাল মাহমুদ হুসেইনকে ব্রুনাই দারুসসালামে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এয়ার ভাইস মার্শাল মাহমুদ হুসেইন ১৯৭৯ সালের ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন। দীর্ঘ পেশাগত জীবনে তিনি বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর উপ-পরিচালক (প্রশিক্ষণ), উপ-বিমান সচিব এবং পরিচালক (নিয়োগ) পদে দায়িত্ব পালন করেন।
এয়ার ভাইস মার্শাল মাহমুদ হুসেইন জাতিসংঘের দুইটি মিশনে- সাবেক যুগোশ্লাভিয়া এবং গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে দায়িত্ব পালন করেন।
তিনি ২০১৩-১৪ সালে ডি-৮ ডিজিসিএ-এর সভাপতি ছিলেন।
(ঢাকাটাইমস/১০আগস্ট/জেবি)