logo ৩০ এপ্রিল ২০২৫
প্রশাসনে চার উপসচিব পদে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ আগস্ট, ২০১৬ ১৮:৩২:১৫
image



প্রশাসনে চার উপসচিব পদে রদবদল করা হয়েছে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।






আদেশে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মো. আজম-ই-সাদাতকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা জি এম আক্কাস হোসেনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বদলি এবং আরেক ওএসডি কর্মকর্তা ড.মো.ফেরদৌস আলমকে বেসাময়িক বিমান পরিবহন ও পযর্টন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।






জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওএসডি কর্মকর্তা মুহাম্মদ এনাম চৌধুরীকে তথ্য  মন্ত্রণালয়ে দেয়া হয়েছে।






গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মনিরুজ্জামানকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর চারুকলা বিভাগের পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।






অপরদিকে নেত্রকোণার পিন্টু আরেংকে দুই বছরের জন্য কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।






(ঢাকাটাইমস/১১আগস্ট/এইচআর/জেডএ)