শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ আগস্ট, ২০১৬ ২০:৩৪:০৪
রাষ্ট্রপতি ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটানি বিভাগের অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদকে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, একই বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মো. সেকেন্দার আলীকে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এবং পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল হক বেগকে কোষাধ্যক্ষ পদে নিয়োগ দিয়েছেন।
রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ জারি করা হয়।
স্ব স্ব পদে তাদের নিয়োগের মেয়াদ চার বছর হবে। এ নিয়োগাদেশ তাদের যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/জেবি)