logo ১৯ এপ্রিল ২০২৫
৩৪তম বিসিএস
সরকারি হাইস্কুলে নিয়োগ পেলেন ৪৫০ জন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ আগস্ট, ২০১৬ ১৮:৩৭:৪৯
image



চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ ৩৪তম বিসিএসের ক্যাডার পাননি এমন আরও ৪৫০ জনকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।






রবিবার এমন আদেশ জারি করা হয়েছে বলে পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।






৪৫০ জন ছাড়া ওই বিসিএসে উত্তীর্ণ আরও ১০ জনকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অধীন পরিবেশ অধিদপ্তরে নিয়োগ দেয়া হয়েছে।






এতে বলা হয়,সুপারিশকৃত প্রার্থীদের মেডিকেল বোর্ড স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা করলে এবং যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর তাদের চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।






এরআগে ৩৪তম বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ৮৯৮ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়।






এবার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে বাংলায় ১১ জনকে, ইংরেজিতে ৯৮ জনকে, গণিতে ৭৩ জনকে, সামাজিক বিজ্ঞানে ৪৮ জনকে, ভৌত বিজ্ঞানে ৪৯ জনকে, জীববিজ্ঞান ৫০ জনকে, ব্যবসায় শিক্ষায় ৪৮ জনকে, ভূগোলে ২৩ জনকে, ইসলাম শিক্ষায় ২৫ জনকে, কৃষি শিক্ষায় ২৪ জনকে এবং চারুকলায় একজনকে নিয়োগ দেওয়া হয়েছে।






এছাড়া পরিবেশ অধিদপ্তরের জুনিয়র কেমিস্ট পদে দুই জনকে, সহকারী বায়ো-কেমিস্ট পদে একজনকে এবং পরিদর্শক পদে সাত জনকে নিয়োগ দিয়েছে পিএসসি।






প্রসঙ্গত, ৩৪তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় ৬ হাজার ৫৮৪ জন উত্তীর্ণ হলেও তাদের মধ্যে থেকে দুই হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ করে কমিশন।






বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে (যারা ক্যাডার পায়নি) দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে ২০১৪ সালের ১৬ জুন নন-ক্যাডার পদের নিয়োগ বিধিমালা সংশোধন করে সরকার।






বিসিএসের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পাননি তাদের মধ্য থেকে যারা প্রথম ও দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ পেতে চান তাদের আলাদাভাবে কমিশনে আবেদন করতে হয়েছিল। এসব আবেদনকারীর মধ্য থেকেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হল।






চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েও যারা ক্যাডার পান না, তাদের মধ্য থেকে প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া ৩১তম বিসিএস থেকে শুরু হয়।






(ঢাকাটাইমস/১৪আগস্ট/বিইউ/এআর /ঘ.)