logo ১৯ এপ্রিল ২০২৫
ডিসি পদে বাছাই প্রক্রিয়া শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ আগস্ট, ২০১৬ ১৯:৪৬:১২
image



ঢাকা: নতুন জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগের জন্য কর্মকর্তা বাছাইয়ের (ফিটলিস্ট) প্রক্রিয়া শুরু হয়েছে। এ জন্য ১৭ ও ১৮তম ব্যাচের ৭০ জন কর্মকর্তাকে ২৫ আগস্ট ডাকা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।






কর্মকর্তা বাছাই কমিটির সভা সম্পর্কে আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-৩ শাখার উপসচিব কামরুজ্জামানের স্বাক্ষরিত একটি নোটিশ জারি করা হয়েছে।






মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী অক্টোবরের মাঝামাঝি দেশের বিভিন্ন জেলার ডিসিদের বদলি প্রক্রিয়া শুরু হবে।






ডিসি ফিটলিস্টের বাছাইয়ের জন্য যে ৭০ কর্মকর্তাকে ডাকা হয়েছে তাদের মধ্যে রয়েছেন ১৭তম ব্যাচের ৩০ জন এবং ১৮তম ব্যাচের ৪০ জন।  ইতিমধ্যে এসব কর্মকর্তার শৃঙ্খলা প্রতিবেদন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে দুর্নীতিসংক্রান্ত প্রতিবেদন নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা।






আজ জারি করা নোটিশে বলা হয়, ২৫ আগস্ট বেলা আড়াইটায় মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে তার অফিস কক্ষে ওই কর্মকর্তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে।






এতে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্রসচিব ও ভূমিসচিব উপস্থিত থাকবেন।






(ঢাকাটাইমস/১৭আগস্ট/এইচআর/মোআ)