logo ১৯ এপ্রিল ২০২৫
ভিয়েতনামে বাংলাদেশের রাষ্ট্রদূত অবসরে
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১৭ আগস্ট, ২০১৬ ১৯:১৫:১৬
image



ঢাকা: ভিযেতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (সচিব) মো. সাহাব উল্লাহকে চাকরি থেকে অবসর দেয়া হয়েছে।






জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।






আদেশে বলা হয়েছে, ভিযেতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত (সরকারের সচিব) মো. সাহাব উল্লাহকে সরকারি কর্মচারী (অবসর) আইন-১৯৭৪ (১৯১৪ সালের ১২ নং আইন) এর ৪ক ( ১) ধারা অনুযায়ী গত ১৫ জুলাই থেকে অবসর প্রধান করা হলো।তিনি বিধি অনুযায়ী অবসর সুবিধা পাবেন।






এদিকে অপর এক প্রজ্ঞাপনে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা হিসেবে বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক (অনুষ্টান) হাসান মো. হাফিজুর রহমানকে নিয়োগ দেয়া হয়েছে।






ঢাকাটাইমস/১৭আগস্ট/এইচআর/এআর/ ঘ.)