ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. নুরুন্নবী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ আগস্ট, ২০১৬ ১৯:২০:৩৫
প্রশাসনে যুগ্ম সচিব পদের একজন বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওএসডি) পদায়ন এবং একই পদমর্যাদার একজন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুন্নবীকে ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার করা হয়।
অন্যদিকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালক বেগম সাহানা আখতারকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দেয়া হয়।
(ঢাকাটাইমস/২১আগস্ট/এইচআর/মোআ)