২৫তম বিসিএস প্রশাসন ফোরাম
সভাপতি শাকিল ও সম্পাদক কামরুল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটইমস
২১ আগস্ট, ২০১৬ ১৭:১১:৪৯

ঢাকা: ২৫তম বিসিএস প্রশাসন ফোরামের ২০১৬-২০১৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
ফোরামের সভাপতি নির্বাচিত হয়েছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিল আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ময়মনসিংহের ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আহসান তালুকদার।
রাজধানীর বিয়াম মিলনায়তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে নতুন কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ রবিবার নির্বাচন কমিশনের পক্ষে থেকে এ কমিটি ঘোষণা করা হয়।
কার্যনির্বাহী কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন সহসভাপতি টাঙ্গাইলের সখিপুরের ইউএনও এস এম রফিকুল ইসলাম ও রাজশাহীর পবার ইউএনও মো. সেলিম হোসেন। যুগ্ম সাধারণ সম্পাদক- প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের কনসালটেন্ট মোছা. শিরিন শবনম ও ফরিদপুরের নগরকান্দার ইউএনও আব্দুল আজিজ।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন জনপ্রশসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোজাহিদ উদ্দিন। সাংগঠানিক সম্পদক পদে দুজন হলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও ইউএনও আবু নাসের ভুঞা ও ময়মনসিংহের ধোবাউড়া ইউএনও মোহাম্মদ আনিসুজ্জামান।
ঢাকা জেলার ধামরাই ইউএনও সৈয়দ শরিফুল ইসলাম দপ্তর সম্পাদক ও জয়পুরহাটের পাচঁবিবি ইউএনও নুরউদ্দিন আল ফারুক উন্নয়ন ও গবেষণা সম্পাদক নির্বাচিত হন।
মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইউএনও মিজানুর রহমান প্রচার ও জনসংযোগ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ সদরের ইউএনও ইফতেখার উদ্দিন শামীম আইন সম্পাদক, পটুয়াখালী সদরের ইউএনও বাকাহীদ হোসেন কল্যাণ সম্পাদক, হবিগঞ্জ জেলা পরিষদ সচিব বেগম দুর-রে-শাহওয়াজ ক্রীড়া-সংস্কৃতিক সম্পাদক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাসুদ পাটোয়ারী আন্তর্জাতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটি নয় সদস্য হলেন, মোহাম্মদ মশিউর রহমান, বেগম দিলওয়ারা আলো, শহিদুল ইসলাম, মোহাম্মদ আবু নাসের বেগ, আবুল কালাম আজাদ, হাসান মুর্তাজা, মাসুম, তারেক মোহাম্মদ জাকারিয়া, হোসেন আহমেদ এবং মোহাম্মদ শওকত হোসেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. রাজিবুল আহসান। তিন কমিশনার ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নুরুল করিম ভুইয়া, পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী সচিব ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ কামরুল হাসান মোল্লা।
(ঢাকাটাইমস/২১আগস্ট/এইচআর/মোআ)