এডিসি-ইউএনও পদে বদলি-পদায়ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ আগস্ট, ২০১৬ ২১:৪১:৩৮

প্রশাসনে পাঁচ অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং চার উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) পদায়ন ও বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চট্টগ্রামের স্বন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামকে রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে। যশোর সদরের ইউএনও মো. কামরুল আরিফকে ফরিদপুর জেলার এডিসি, নাটোরের বড়াইগ্রামের ইউএনও মো. রুহুল আমিনকে পাবনার এডিসি করা হয়েছে।
ফরিদপুরের এডিসি মো. তমিজুল ইসলামকে পরবর্তী পদায়নের জন্য সচিবালয় শাখায়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের ইউএনও সৈয়দ ইরতিজা আহসানকে বগুড়ার এডিসি, রাঙ্গামাটির কাউখালী উপজেলার ইউএনও বেগম আফিয়া আক্তারকে পদায়নের জন্য খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।
ইউএনও হিসাবে পদায়নের জন্য ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে থাকা মুহাম্মদ আলী প্রিন্সকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সচিবালয় শাখায়, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সিনিয়র সহকারী সচিব) জাকির হোসেনকে ইউএনও হিসেবে পদায়নের জন্য খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ মনিরুজ্জামানকে পদায়নের জন্য সচিবালয় শাখায় ন্যস্ত করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৪আগস্ট/এইচআর/এমআর)