পানি নিয়ে এখনো অশান্ত তামিলনাড়ু
আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১১:২৭:৪৭

ভারতের দক্ষিণাঞ্চলে কাবেরী নদীর পানি বণ্টন নিয়ে দুই রাজ্যের মধ্যে দাঙ্গা-সহিংসতার পর কর্নাটকের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। কিন্তু তামিলনাড়ুর পরিস্থিতি এখনো শান্ত হয়নি। বৃহস্পতিবার চেন্নাইয়ে এগমোরে পানি বণ্টন নিয়ে আত্মাহত্যার চেষ্টা করেন ভিগনেশ নামে এক যুবক।
কর্নাটকে তামিলদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার তামিলনাড়ুতে হরতালের ডাক দিয়েছে সেখানকার কৃষক এবং ব্যবসায়ীদের সংগঠনগুলি।
বৃহস্পতিবার তামিলনাড়ুতে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল সকালে চেন্নাইয়ের আইওসিএল-এর অফিস লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে কয়েক জন দুর্বৃত্ত। ইরোডে একটি কাপড়ের লরিতে আগুন লাগিয়ে দেয়ার অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। লরিটিতে কর্নাটকের নম্বর প্লেট লাগানো ছিল।
হরতাল কর্মসূচিতে অংশ নেবেন সবজি এবং দুধ বিক্রেতারাও। হরতাল কর্মসূচিকে সমর্থন জানিয়েছে ডিএমকে, এমডিএমকে, পিএমকে সিপিআইএম, সিপিআই এবং কংগ্রেসের মতো রাজনৈতিক দলগুলি। তামিলদের রক্ষার আবেদন জানিয়ে মাদ্রাজ হাইকোর্টেও আবেদন জমা পড়েছে। আবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতাকে চিঠি লিখে সেখানে বসবাসকারী কর্নাটকের নাগরিকদের জীবন এবং সম্পত্তির নিরাপত্তা সুনিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
কাবেরী আন্দোলনের জেরে হিংসায় রাশ টানতে ব্যর্থ হওয়ায় ফের কর্নাটক এবং তামিলনাড়ু সরকারের তীব্র সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার দেশের শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, কাবেরী নিয়ে তাদের রায় মেনে চলতেই হবে। সাধারণ মানুষ যাতে আইন হাতে না তুলে নেয়, তা নিশ্চিত করতে হবে। আগেও হিংসা বন্ধের নির্দেশ দিয়েছিল দেশটির শীর্ষ আদালত।
উল্লেখ্য, গত সোমবার কাবেরী নদীর কিছু পানি প্রতিবেশী তামিলনাড়ু রাজ্যকে ছেড়ে দিতে কর্নাটক রাজ্য সরকারকে নির্দেশ দিয়ে ভারতের সুপ্রিম কোর্ট রায় দেয়। কিন্তু পানি সরবরাহের পরিমাণ আর বাড়াতে রাজি নয় কর্নাটক। সুপ্রিম কোর্টের এ রায় নিয়েই মূলত কর্নাটক ও তামিলনাড়ুতে বিক্ষোভ, জ্বালাও-পোড়াও শুরু হয়। রাজ্য দুটিতে দেখা দেয় দাঙ্গা-সহিংসতা। ঘটেছে প্রাণহানির ঘটনাও। সূত্র: আনন্দবাজার পত্রিকা।
(ঢাকাটাইমস/১৬সেপ্টম্বর/এসআই)