গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেপ্তার কানাডার নাগরিকের মুক্তি
আন্তর্জাতিক ডেস্ক
১৬ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:১১:৩২
চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে স্ত্রীসহ গ্রেপ্তার কানাডার একজন নাগরিককে মুক্তি দেয়া হয়েছে। খবর বিবিসির।
খবরে বলা হয়, কানাডার নাগরিক কেভিন গ্যারাট ২০১৪ সালের অগাস্টে রাষ্ট্রীয় গোপনতথ্য চুরির অভিযোগে চীনে গ্রেপ্তার হন। তার স্ত্রী জুলিয়া গ্যারাটকেও গ্রেপ্তার করা হয়েছিল। পরের বছরের ফেব্রুয়ারিতে জামিনে জুলিয়া মুক্তি পান। গ্রেপ্তার হওয়ার আগে এই দম্পতি উত্তর কোরিয়া সীমান্তে বসবাস করতেন। সেখানে তারা শরণার্থীদের সহায়তা করছিলেন বলে দাবি করেন।
প্রতিবেদনে আরও বলা হয়, সম্প্রতি প্রথম বার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো চীন সফর করেছেন। এরই ধারাবাহিকতায় কানাডিয়ান এই নাগরিককে মুক্তি দেয়া হয়েছে। গ্যারাটের বড় ছেলে গুপ্তচরবৃত্তির এই অভিযোগকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন।
পরিবার থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, এই মামলার নির্দেশ অনুযায়ী গ্যারাটকে বৃহস্পতিবার কানাডায় ফেরত পাঠানো হয়।
কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছেন, গ্যারাট দেশে প্রত্যাবর্তন করায় তিনি আনন্দিত।
(ঢাকাটাইমস/১৬সেপ্টেম্বর/এসআই)