logo ২০ এপ্রিল ২০২৫
সিরিয়ান শিশুদের শিক্ষার দায়িত্ব নিচ্ছেন জর্জ ক্লুনি
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
২৩ সেপ্টেম্বর, ২০১৬ ১৭:০৭:৩৩
image



লিবিয়ায় আশ্রয় নেয়া সিরিয়ান উদ্বাস্তু শিশুদের শিক্ষার দায়িত্ব নিতে যাচ্ছেন হলিউডের বিখ্যাত অভিনেতা জর্জ ক্লুনি এবং তার স্ত্রী এ্যামাল ক্লুনি। গুগলের সঙ্গে যৌথভাবে এ উদ্যোগে অংশ নিচ্ছেন ক্লুনি দম্পতি।






২০১১ সালে বাশার আল আসাদ সরকারের সাথে বিরোধের সূত্র ধরে শুরু হওয়া গৃহযুদ্ধ এর মধ্যেই ঘর ছাড়া করেছে লাখ লাখ সিরিয়াবাসীকে। তাদেরই প্রায় ১৫ লাখ বর্তমানে আশ্রয় নিয়েছে লেবাননে। যার মধ্যে কেবল আড়াই লাখ শিশু রয়েছে।






এই উদ্বাস্তু শিশুদের শিক্ষার ব্যবস্থা করতেই লেবাননে স্কুল খোলার উদ্যোগ নিয়েছে গুগল। আর তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সেখানে শরিক হলেন ক্লুনি দম্পতি।






জর্জ ক্লুনি বলেন `শুধুমাত্র ভুল সময়ে ভুল জায়গায় জন্ম নিয়েছে বলে একটা পুরো প্রজন্মকে হারিয়ে যেতে দিতে পারি না আমরা।’






দ্যা ক্লুনি ফাউন্ডেশন ফর জাস্টিস এর মধ্যেই লেবাননের আল মাতিন প্রদেশের একটা স্কুল বাছাই করেছে যেটার মাধ্যমে লেবাননের সিরিয়ান উদ্বাস্তু শিশুদের শিক্ষায় ফিরিয়ে আনার কার্যক্রমটি শুরু করা যাবে। আশা করা হ্চ্ছে ২০১৮ সাল নাগাদ আরো ৫০ হাজার শিশুকে স্কুলে ফিরিয়ে আনা যাবে এ উদ্যোগের মধ্য দিয়ে।



ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/কেএস/ডব্লিউবি