কাশ্মির নিয়ে মুনের দ্বারস্থ নওয়াজ
আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৬:১০:২০

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠকেও ভারতীয় কশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ উত্তাপন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। বুধবার রাতে জাতিসংঘের ৭১তম অধিবেশনে বক্তব্য দেয়ার সময়ও নওয়াজ শরিফ কাশ্মির প্রসঙ্গ তোলেন। এর আগে ভারত জাতিসংঘে কাশ্মির ইস্যুটি না তোলার জন্য পাকিস্তানকে হুঁশিয়ার করে দেন।
ডন নিউজের প্রতিবেদনে বলা হয়, মহাসচিবের সঙ্গে বৈঠকে জম্মু ও কাশ্মিরের সাধারণ নাগরিক হত্যা, মানবাধিকার লঙ্ঘন এবং ভারতীয় সেনাবাহিনীর নৃশংসতার তথ্যপ্রমাণ বানকি মুনের হাতে তুলে দেন নওয়াজ শরিফ। এছাড়া মহাসচিবকে কাশ্মির সংঘাতের বিভিন্ন চিত্র দেখান এবং এসব ছবি দেখে বান কি মুন দুঃখ প্রকাশ করেন।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, কাশ্মির ইস্যুতে জাতিসংঘের মধ্যস্থতার বিষয়ে নওয়াজ শরিফের প্রস্তাব প্রত্যাখান করেছেন বান কি মুন। তিনি কাশ্মির ইস্যুসহ ভারত-পাকিস্তানের মধ্যকার বিরোধ নিরসনে দুই দেশের নেতাদের আলোচনায় বসার প্রস্তাব দেন তিনি।
বানি কি মুনের মুখপাত্র জানান, কাশ্মির ইস্যুসহ ভারত-পাকিস্তানের বিবদমান সমস্যাগুলো মোকাবেলায় আলোচনার ওপর গুরুত্বারোপ করেছেন মহাসচিব। কারণ এতে দুই দেশেরই স্বার্থ জড়িত।
কাশ্মির ইস্যুটি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করার জন্য পাক প্রধানমন্ত্রী নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে ইস্যুটি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন।
বান কি মুনের কার্যালয় থেকে বলা হয়েছে, ভারত-পাকিস্তান উভয়ই যদি কাশ্মির ইস্যু নিয়ে আলোচনা করতে চায় তবেই জাতিসংঘ মহাসচিব এ ব্যাপারে আলোচনায় বসবেন। এটি পরিষ্কার বার্তা যে, কাশ্মির ইস্যুটি দুই দেশের একটি সমস্যা। তাই এই সমস্যার সমাধান তাদের নিজেদেরই করতে হবে।
(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এসআই/এআর/ঘ.)