উরিতে নিহত সেনা সন্তানদের দায়িত্বে গুজরাটের সেই ব্যবসায়ী
আন্তর্জাতিক ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:০৮:৩৯
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় নিহত ১৮ সেনা সদস্যের সন্তানদের পড়াশুনার দায়িত্ব নেয়ার প্রস্তাব দিয়েছেন গুজরাটের এক ব্যবসায়ী। খবর খালিজ টাইমসের।
খবরে বলা হয়, উরিতে নিহত এক সেনা সদস্যের মেয়ের আহাজারি টেলিভিশনে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন মহেশ সাভানি নামে গুজরাটের ঐ ব্যবসায়ী।
মহেশ সাভানি বলেন, ‘ভারতীয় এক সেনার মেয়েকে টিভিতে কাঁদতে দেখেছি। সে তখন বলছিল, আমার বাবা পড়াশুনা করে সফল মানুষ হতে বলেছিল। ঠিক সেই মুহূর্তে আমি সিদ্ধান্ত নেই উরি হামলায় নিহত সবার সন্তানদের ব্যয়ভার বহন করব।’
গুজরাটে ওই ব্যক্তি একজন প্রসিদ্ধ হীরা ব্যবসায়ী। কয়েকটি স্কুল তিনি নিজ খরচে চালান। দাতব্য কাজের জন্য এই প্রথম তিনি সংবাদের শিরোনাম হননি। গুজরাটের সুরতে তিনি বেশ কয়েক বছর ধরেই পিতৃহীন নারীদের নিজ খরচে জাঁকজমকভাব বিয়ে দিয়ে আসছেন।
(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এসআই/এআর/ঘ,)