logo ২০ এপ্রিল ২০২৫
গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত: যুক্তরাষ্ট্রের শার্লটে জরুরি অবস্থা
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
২২ সেপ্টেম্বর, ২০১৬ ১৩:৫৯:৩০
image



পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রে নর্থ ক্যারোলিনার শার্লট শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শার্লটে ন‌্যাশনাল গার্ড পাঠানো হয়েছে। খবর বিবিসির।






মঙ্গলবার রাতে পুলিশের গুলিতে কিথ ল্যামন্ট স্কট নামে ৪৩ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ নিহত হন। এতে ক্রুধে ফেটে পড়ে বিক্ষুব্ধ জনতা।






বুধবার রাতেও দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলে। প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও বাবার বুলেট ছুড়ে।






পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, স্কটকে বার বার বলা সত্ত্বেও তিনি পিস্তল ফেলেননি। তারপরই পুলিশ তাকে গুলি করে। তবে স্কটের পরিবারের দাবি, এই সময় স্কট বই পড়ছিল।






মঙ্গলবার রাতের বিক্ষোভে ১৬ জন পুলিশ আহত হয়েছে। বিক্ষোভকারীরা সাংবাদিক এবং অন্যান্য লোকজনের ওপর হামলা করেছে। ঘরবাড়ির জানালা ভেঙেছে এবং রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে। এই কারণে গভর্নর প্যাট ম্যাককরি শহরটিতে জরুরি অবস্থা জারি করেছেন।






দ্বিতীয় রাতে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিল। কিন্তু হঠাৎ করে পুলিশ গুলি বর্ষণ শুরু করে। এতে একজন আহত হয়। 






বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে বোতল এবং আতশবাজি ছুড়ে। পরে ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস এবং ফ্ল্যাশ গ্রেনেড নিক্ষেপ করে।  






গত দুই বছরে যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বেশ কয়েকজন কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার ঘটনা ঘটেছে।






(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/এসআই/জেবি)