মিশরে নৌকা ডুবি, ২৯ অভিবাসীর মৃত্যু
২২ সেপ্টেম্বর, ২০১৬ ০০:৪৬:০৯
মিশরের কাফর আল-শেখ উপকূলে কয়েকশ' অভিবাসী নিয়ে নৌকা ডুবির ঘটনায় অন্তত ২৯ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে দেড় শতাধিক।
বুধবার রাজধানী কায়রোর ১৪০ কিলোমিটার উত্তরে এ দর্ঘটনা ঘটে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানায়, নৌকাটির কয়েকশ' অভিবাসীর অধিকাংশই ছিল মিশরীয়, সিরীয় এবং আফ্রিকান। বাকিদের উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
কোন দেশের উদ্দেশে নৌকাটি ছেড়ে যাচ্ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিরাপত্তা সূত্র জানিয়েছে, এটি ইতালির উদ্দেশে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
যুদ্ধ ও দুর্ভিক্ষ থেকে বাঁচতে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে এ বছরের জুন নাগাদ ২৮০০ জন মারা গেছেন। গত বছরের একই সময় এই সংখ্যা ছিল ১৮৩৮ জন।
(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/ ইএস)