পাকিস্তানে বিরল প্রজাতির কচ্ছপের সন্ধান
আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০১৬ ১৫:৫৩:১৪
পাকিস্তানে বিরল রঙের একটি কচ্ছপের সন্ধান পাওয়া গেছে। দেশটির সিন্ধ প্রদেশের বাদিন জেলার গোলাম মোহাম্মদ ফারুকী গ্রামের লোকজন গত সোমবার হলুদ রঙের এই কচ্ছপ দেখতে পান।
ওই গ্রামের কয়েক জন বাসিন্দা জানান, তারা কচ্ছপটি দেখে খুবই অবাক হয়েছেন। কারণ এর আগে তারা এমন রঙের কচ্ছপ দেখেননি। গ্রামের লোকজন কচ্ছপটিকে স্থানীয় একটি পুকুরে ছেড়ে দিয়েছে।
সিদ্দিকী বোরগারি নামে ঐ গ্রামের এক বাসিন্দা স্থানীয় এক সাংবাদিককে জানান, তারা ইতিমধ্যে বন্যপ্রাণি বিভাগের কর্মকর্তাদের কচ্ছপটির বিষয়ে জানিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত তাদের কেউ কচ্ছপটি নিতে আসেনি।
বোরগারি আরও জানান, কয়েক দিন আগে তিনি এবং আরও কয়েকজন গ্রামবাসী একটি পুকুরে হলুদ রঙের কচ্ছপটি দেখতে পান। সূত্র: ডন নিউজ
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এসআই/জেবি)