সিরিয়ার ত্রাণবহরে হামলা চালিয়েছে রাশিয়া: যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০১৬ ১২:০৯:১৬

সিরিয়ার আলেপ্পোয় মঙ্গলবার ত্রাণবহরে বিমান হামলায় হতাহতের ঘটনায় রাশিয়াকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।
হোয়াইট হাউজ এই হামলার ঘটনাকে ‘বিশাল মানবিক ট্র্যাজেডি’ বলে আখ্যায়িত করেছে।
এদিকে মার্কিন কর্তৃপক্ষ বিবিসিকে জানিয়েছেন, দুটি রাশিয়ান যুদ্ধবিমান এই হামলার জন্য দায়ী।
তবে এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে রাশিয়া। তাদের দাবি, রাশিয়া বা সিরিয়ার কোনো বিমান এই হামলার সঙ্গে জড়িত নয়। বিমান হামলা নয়, মাটি থেকে সূত্রপাত আগুন থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আকাশ থেকে বোমা নিক্ষেপ করলে যেরকম গর্ত বা যানবাহনের বাহ্যিক ক্ষতি হওয়ার কথা তেমন কোনো চিহ্ন এই হামলায় দেখা যায়নি।’
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র সরকারের এমন দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। এই পরিস্থিতিতে তাদের করার কিছুই নেই।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানায়, রাশিয়ান দুটি এসইউ-২৪ বোমারু বিমান উরম আল কুবরা শহরের কাছে জাতিসংঘের ত্রাণ বহরে এই হামলা চালায়। এই ধরনের হামলা সিরিয়ান সেনাবাহিনীর পক্ষে চালানো সম্ভব নয়।
হোয়াইট হাউজের মুখপাত্র বেন রোডস পরবর্তী সময়ে বলেন, ‘এই হামলার জন্য সিরিয়া অথবা রাশিয়ান সরকার দায়ী। তবে আমরা এই বিমান হামলার জন্য রাশিয়ান সরকারকেই দায়ী করছি।’
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এসআই/জেবি)