নিউ ইয়র্ক হামলায় অভিযুক্ত রাহামির বিচার শুরু
আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০১৬ ১০:৫০:০৫

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউজার্সিতে বোমা পুঁতে রাখার অভিযোগে আটক আফগান বংশোদ্ভুত মার্কিন নাগরিক আহমাদ খান রাহামির বিচার শুরু হয়েছে। খবর বিবিসির।
শনিবার নিউ ইয়র্কের চেলসিয়ায় বোমা বিস্ফোরণে ৩১ জন আহত হয়েছিল।
রাহামিকে গ্রেপ্তারের পরপরই তার বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ গঠন করেছে নিউজার্সির পুলিশ। নতুন অভিযোগে তার বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার, বোমা হামলা এবং ধ্বংসাত্মক উপকরণ ব্যবহার করে সম্পদ ধ্বংসের অভিযোগ আনা হয়েছে।
ম্যানহাটন ফেডারেল কোর্টে রাহামির মনস্তাত্ত্বিক দিক উঠে এসেছে। তার লেখায় আত্মঘাতী হওয়ার বাসনা পাওয়া গেছে বলে জানানো হয়েছে এতে।
রাহামির একটি লেখায় বলা হয়েছে, ‘তোমরা (যুক্তরাষ্ট্র সরকার) আফগানিস্তান, ইরাক, শ্যাম (সিরিয়া), প্যালেস্টাইনে পবিত্র যোদ্ধা ও মুজাহিদিনদেরকে হত্যা অব্যাহত রেখেছো।’
অন্য একটি লেখায় আল কায়দা নেতা ওসামা বিন লাদেন, আনোয়ার আল আউলাকি ও ২০০৯ সালের টেক্সাসে বোমা হামলায় ১৩ জনকে হত্যার দায়ে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা নিদাল হাসানের প্রশংসা করা হয়।
তদন্ত কর্মকর্তা বলেন, ২৮ বছর বয়সী রাহামি চেলসিয়ায় দুটি বোমা বিস্ফোরণ ঘটালেও একটির বিস্ফোরণ ঘটাতে ব্যর্থ হন।
নিউ ইয়র্কে বোমা বিস্ফোরণের একই সময়ে নিউজার্সির সাগর সৈকতে আরও একটি বোমার বিস্ফোরণ হয়। তবে এই বিস্ফোরণে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
নিউজার্সির এলিজাবেথে একটি আবর্জনা বিনে বোমাভর্তি ব্যাগ রাখার অপরাধেও তাকে অভিযুক্ত করা হয়।
আদালতের তথ্যপ্রমাণে দেখা যায়, রাহামি কয়েক মাস ধরে এই হামলার পরিকল্পনা করছিল। তিনি ই-কমার্স সাইট ইবে থেকে বোমা তৈরির সরঞ্জাম কেনেন। বিনে পাওয়া বোমা তৈরির উপাদান ক্যামেরাবন্দি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/ডব্লিউবি/এসআই/জেবি)