logo ২০ এপ্রিল ২০২৫
‘হিলারিকেই ভোট দেবেন সিনিয়র বুশ’
আন্তর্জাতিক ডেস্ক
২১ সেপ্টেম্বর, ২০১৬ ১২:৫৩:৫৬
image



যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের মনোনীত প্রার্থী হিলারি ক্লিনটনকে ভোট দিবেন রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ। যুক্তরাষ্ট্রের নিউজ পোর্টাল পলিটিকোর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি।






খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাইয়ের মেয়ে ক্যাথলিন কেনেডি টাউনসেন্ডের কাছে হিলারিকে ভোট দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সিনিয়র বুশ।






তবে বিষয়টি সাবেক এই প্রেসিডেন্টের কার্যালয় থেকে নিশ্চিত করা হয়নি। একজন মুখপাত্র জানিয়েছেন, তিনি বিষয়টি পরীক্ষা করে দেখছেন।






১৯৮৯ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন সিনিয়র বুশ। তিনি এখন পর্যন্ত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থন ঘোষণা করেননি।






জর্জ এইচডব্লিউ বুশ যদি সত্যিই হিলারি ক্লিনটনকে সমর্থন দিয়ে থাকেন তাহলে আসছে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বর্তমান ও সাবেক মিলিয়ে পাঁচ মার্কিন প্রেসিডেন্টের সমর্থন পাচ্ছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন।






(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এসআই)