logo ২০ এপ্রিল ২০২৫
রোমে মসজিদ বন্ধের প্রতিবাদে খোলা আকাশের নিচে জুমা আদায়
কমরেড খোন্দকার, ইতালি থেকে
২৪ সেপ্টেম্বর, ২০১৬ ০৯:১৯:১৫
image



ইতালির রাজধানী রোমে মসজিদ বন্ধের প্রতিবাদে শুক্রবার খোলা আকাশের নিচে জুমার নামাজ আদায় করেছেন মুসলিম সম্প্রদায়। রোম সিটি করপোরেশন গত এক মাসে তিনটি মসজিদ বন্ধ করে দেয়।মূলত রোমসহ ইতালির সব শহরেই বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মুসলিম সম্প্রদায় গাড়ির গ্যারেজ ভাড়া কিংবা ক্রয় করে মসজিদ হিসেবে ব্যবহার করে আসছেন।






কিন্তু রোম সিটি করপোরেশনের পক্ষ থেকে জানান হয়, গাড়ির গ্যারেজগুলোতে নামাজ আদায় করা নিরাপদ নয়- এই অজুহাতে গত এক মাসে শহরের বিভিন্ন স্থানে তিনটি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। এর  প্রতিবাদে শুক্রবার শহরের পিয়াচ্ছা মিরতিতে খোলা আকাশের নিচে জুমার নামাজ আদায় করেন কয়েকশ মুসল্লি। এতে নারীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।






জুমার নামাজ শেষে প্রতিবাদ সভায় বক্তারা সাত দফা দাবি তোলে ধরেন:






১.বন্ধ হওয়া মসজিদগুলো অতিসত্বর খুলে দিতে হবে। ২.সকল মসজিদের  লিখিত অনুমতি দিতে হবে। ৩. মসজিদের ৫০% ভাড়া ও পানি সেই সাথে বিদ্যুৎ বিল পৌরসভাকে পরিশোধ করতে হবে। ৪. কম করে হলেও ২ ঈদের ছুটি দিতে হবে। ৫. মুসলিমদের একটি কবরস্থান মুসলিম রীতিতে দিতে হবে। ৬. মুসলিম আইনের বিবাহ মানতে হবে। ৭. বিনা বাধায় শিশুদের খতনা সহজ করতে হবে। ৮. যতদিন প্রশাসন দাবি না মানবে এবং বন্ধ মসজিদগুলো খুলে না দেবে, ততদিন এর প্রতিবাদে পিয়াচ্ছায় খোলা আকাশের নিজে নামাজ আদায় করার জন্য মুসল্লিদের আহ্বান জানান বক্তারা।






(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)