যুক্তরাষ্ট্রে শপিং মলে হামলার ঘটনায় গ্রেপ্তার ১
আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১০:২৬:৪০

ওয়াশিংটনের বার্লিংটনে একটি বিপণিবিতানে পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ।
স্কগিট কাউন্টি ডিপার্টমেন্ট অব ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এক টুইট বার্তায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তবে হামলাকারীর নাম প্রকাশ করা হয়নি। পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে টুইট বার্তায় উল্লেখ করা হয়।
গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বার্লিংটন শহরের কেসকেড মলের একটি এক বন্দুকধারী গুলি চালিয়ে চার নারীসহ পাঁচজনকে হত্যা করেছে। হামলার পরপরই বন্দুকধারী পালিয়ে যায়। সে একাই হামলা করে বলে পুলিশ মনে করছে। তবে হামলার কারণ এবং নিহত ব্যক্তিদের সঙ্গে তার কী সম্পর্ক, তা জানা যায়নি।
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই বলছে, শপিং মলে হামলা কোনো সন্ত্রাসী ঘটনা নয়। কারণ এ ধরনের কোনো আলামত তারা পাননি।
হামলার পর পুলিশ সন্দেহভাজন এক যুবকের ছবি প্রকাশ করেছে। এতে রাইফেল হাতে তাকে পালিয়ে যেতে দেখা যায়। হামলাকারীকে ‘ধূসর পোশাক পরিহিত একজন হিস্পানিক পুরুষ’ হিসেবে বর্ণনা করা হয়।
সাম্প্রতিক সময়ে দেশটিতে বেশ কিছু সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। সবশেষ নিউ ইয়র্ক ও নিউজার্সিতে বোমা হামলার এক সপ্তাহের মধ্যেই এই হত্যা সন্ত্রাসী হামলা কি না, তা নিশ্চিত করেনি পুলিশ। এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
হামলাকারী একজন না কি একাধিক ব্যক্তি, সে বিষয়ে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
গত ১৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক শহর নিউ ইয়র্কের ম্যানহাটনে চেলসিয়ার একটি চক্ষু সেবাদান কেন্দ্রের সামনে বোমা বিস্ফোরণে ২৯ জন আহত হয়। এই হামলায় প্রেসার কুকার বোমা ব্যবহার করা হয়েছিল। পাশের অঙ্গরাজ্য নিউ জার্সিতেও একটি পাইপ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি।
এই দুটি হামলার পর আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস দায় স্বীকার করলেও নিউ ইয়র্ক পুলিশ এর সত্যতা স্বীকার করেনি। তবে এই ঘটনায় আহমাদ খান রাহামি নামে এক আফগান বংশোদ্ভূতকে গ্রেপ্তার করেছে। এরই মধ্যে তার বিচার শুরু হয়েছে। পুলিশি তদন্তে দেখা গেছে তিনি উগ্রবাদী চিন্তাভাবনায় বিশ্বাসী ছিলেন এবং আত্মঘাতী হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন।
(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/জেডএ)