উরিতে জঙ্গি হানার ‘যৌক্তিকতা’
তুলে ধরলেন নওয়াজ
ঢাকাটাইমস ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১১:০০:২৪

কাশ্মিরের উরির সেনাঘাঁটিতে জঙ্গি হামলার যৌক্তিকতা তুলে ধরলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। তিনি বলেন, দীর্ঘ দিন ধরে কাশ্মিরে যে দমন নির্যাতন হচ্ছে তার জেরেই এই হামলা হয়ে থাকতে পারে। উরির ঘটনা নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা যখন চূড়ান্ত পর্যায়ে ঠিক তখনই এমন মন্তব্য করলেন পাক প্রধানমন্ত্রী।
গতকাল লন্ডনে সাংবাদিক সম্মেলনে ফের সব দায় ভারতের ওপর দিলেন শরিফ। ভারতের দিকেই অভিযোগের আঙুল তুলে তিনি বলেন, ‘‘উরির হামলা কাশ্মিরে অত্যাচারের প্রতিক্রিয়াতে হতে পারে। কারণ গত দু’মাসে কাশ্মিরে যাঁরা মারা গিয়েছেন বা অন্ধ হয়েছেন, তাঁদের কাছের মানুষরা ক্ষুব্ধ, ব্যথিত।’ ‘ দু’দিন আগে জাতিসংঘ সাধারণ অধিবেশনেও কাশ্মির প্রসঙ্গে সরাসরি ভারতকে দায়ি করে বক্তব্য দেন পাক প্রধানমন্ত্রী। ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে নিহত হিজবুল জঙ্গি নেতা বুরহান ওয়ানিকে আখ্যা দিয়েছিলেন ‘স্বাধীনতা যুদ্ধের সেনানী’ হিসেবে। আর গতকাল শনিবার বোঝাতে চাইলেন, পাকিস্তানের জঙ্গিরা নয়, ভারতীয় সেনাবাহিনীর অত্যাচারে অতিষ্ঠ কাশ্মিরের মানুষই উরির সেনাঘাঁটির উপরে হামলা চালিয়েছে। শরিফের কথায়, ‘‘ভারত কোনও প্রমাণ ছাড়াই দায়িত্বজ্ঞানহীনের মতো পাকিস্তানকে দায়ী করছে।’’
ভারতের দিকে আজ চোখ রাঙিয়েছেন পাক সেনাপ্রধান রাহিল শরিফও। উপলক্ষ নিয়ন্ত্রণরেখায় বাড়তি সেনা মোতায়েন। গত ২৪ ঘণ্টায় কাশ্মিরে তিন জন পাকিস্তানি অনুপ্রবেশকারী ধরা পড়েছে। অনুপ্রবেশকারীদের সুবিধা করে দিতে পাক সেনা গুলি চালালে, জোরালো জবাব দিতে বলা হয়েছে সেনা এবং বিএসএফকে। সেনার একটি সূত্রের খবর, উরির ঘটনার পরেই একটি বাড়তি ব্রিগেড নিয়ন্ত্রণরেখায় মোতায়েন করা হয়েছিল। আরও দু’টি ব্রিগেড হিমাচলের ধর্মশালা ও উধমপুর থেকে আনা হয়েছে। যার অর্থ, নিয়ন্ত্রণরেখায় প্রায় ১৫ হাজার বাড়তি জওয়ান মোতায়েন করে ফেলেছে ভারত। যা দেখে রাহিল শরিফের মন্তব্য, ‘‘যে কোনও রকম হামলার মোকাবিলার ক্ষমতা আমাদের রয়েছে।’’
(ঢাকাটাইমস/ ২৫ সেপ্টেম্বর/ এআর/ ঘ.)