logo ০৭ এপ্রিল ২০২৫
ঢাবি’র ‘খ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল সোমবার
ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
২৫ সেপ্টেম্বর, ২০১৬ ১৮:৫৩:৪৬
image



ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণি ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হবে আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায়।






ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার একথা জানানো হয়।






বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় অফিসে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করবেন।






প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর শুক্রবার সকালে ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়। এতে ২২৪১টি আসনের বিপরীতে মোট ৩৪৬০৬ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরের ৭৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।






(ঢাকাটাইমস/২৫সেপ্টেম্বর/দোহা/জেবি)