logo ১০ এপ্রিল ২০২৫
‘আমরা রোবট নই, অতিরিক্ত সৃজনশীল লিখব না’
পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
২৪ সেপ্টেম্বর, ২০১৬ ২২:১৩:৫৮
image



 “মানি না, মানব না। অতিরিক্ত সৃজনশীল লিখব না। আমরা মানুষ রোবট নই” এ স্লোগানে পিরোজপুরে বিভিন্ন স্কুলের সাধারণ ছাত্র-ছাত্রীরা মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে।






শনিবার সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে পিরোজপুরের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 






নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি বিষয়ে ৬ টি সৃজনশীল প্রশ্নের পরিবর্তে ৭টি সৃজনশীল প্রশ্নের উত্তর লেখা অসম্ভব জানিয়ে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর তা প্রত্যাহারের দাবি জানায়।






শিক্ষাবর্ষের শেষে পাঠ্যক্রম বদলের প্রতিবাদে ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা বলে, আমরা ছাত্র-ছাত্রীরা মানুষ, কোনো রোবট নই যে, আমাদের দিয়ে যা খুশি তাই করানো সম্ভব।






শিক্ষার্থীরা বলে, জোর করে আমাদের ওপরে ৭টি সৃজনশীল  প্রশ্ন চাপিয়ে দিলে আমাদের পক্ষে এ ভার বহন করা অসম্ভব হয়ে পড়বে। ফলে পরীক্ষায় ভালো ফলাফল করাও যাবে না। তারা ৭ টি সৃজনশীল প্রশ্নের পরিবর্তে ৬টি করার দাবি জানায়।






মানববন্ধনে বক্তব্য রাখেন, পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র আসিফ আফনান পিয়াল, প্রসেনজিৎ সরকার, প্রসুন সরকার, জিহাদ ইসলাম শাওন, অর্থিত বড়াল, এলিন খান, পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র মাহমুদুল হাসান, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বুশরা, প্রিয়তা মন্ডল, শুভ্রা শ্রাবন্তী ব্যানার্জী প্রমুখ






পিরোজপুর।






(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)